WAZIPOINT Engineering Science & Technology: May 2015

Saturday, May 30, 2015

Does Tree Can Generate Electricity?

How Does Tree Generate Electricity?

You may thinking how tree can generate electricity; but it is true not only tree, but also many other animals can generate electricity. today we know how tree can produce electricity. 

A team of French engineers has developed artificial tree that can generate electricity using wind force. They used the model of tree, tiny blades housed in the simulated leaves that turn in the wind, direction is not factor here.
Electricity Generating Tree
Fig: Tree Generating Electricity

It can be more popular than conventional wind turbine, because its blades size is very small and it can generate power on wind seed even less than 5 mile/hour. So, power harvesting possible from very little wind sources.

This power generating tree may use in urban or rural area, even roof top of the building. In the off grid area, this system may productive for street lighting, battery charging, mobile charging etc.

This artificial tree not only generating electricity, it also makes us thinking about real tree that can help to generate electricity using their roots to convert geothermal energy to electrical energy, tree skin may use as photosensitive cell to produce electricity converting sunlight.

If it is come in production effectively then green tree might be the model of perfect green energy sources.

To read details regarding how Tree Can Generate Electricity please visit following link:

Now electricity really could grow on trees! Scientists unveil prototype 'wind tree' that uses turbines hidden inside-plastic leaves to create power.

Sponsored:


Sunday, May 24, 2015

Ramadan Fasting and Regain Youthfulness


Photo from wave: Formula for ever green


Ramadan Muslim and Benefit:

Muslims never offer fasting for medical or any physical benefit. They practice blindly Ramadan Fasting for one month every lunar calendar because it oriented in the book of God, the holy Quraan. But yet, it came out a lot of health benefit from scholars researches on fasting as a result of Ramadan Fasting. Rejuvenescence is one of them from a long list. It is genuinely wonderful and even miraculous outcome of Ramadan Fasting which naturally come on our life. The scientific characteristic ‘rejuvenescence’ means ‘regain life’ or ‘regain youthfulness’.

Regain life for human is not possible; but we human always seeking to keep exist our youth or regain youthfulness. We all living things including human are always losing our youthfulness and every moment all over the world we are paying a lots of money and time behind the youthfulness to keep it exist forever in our personality.

If we look at the nature we found some creature observe fasting in their life to achieve rejuvenescence or regain life or youth: e.g- some moth used to go fasting for a certain time before it changes as a young butterfly; snakes used to go periodically fasting before change it skin and regain of youth; some kind of fishes, frog, tortoise, many desert or harsh spot creature used to fasting as a going long time sleep to regain life. Rejuvenescence by fasting is used in some creature’s life cycle in a period of time for change lower form of life to higher or adult form; on the other hand some are repeat this process to save their life from crises of food or very harsh climate.

Sponsored link:

Human cannot get same benefit from fasting like other creature; but many scientists found the same process happing in human tissues. At the University of Chicago, Carlson and Kunde found their research after fasting for two weeks a 40 year old man his cellular physiology was changed as a 17 year old. These benefits are gained by elimination the cells of toxic metabolic accumulates.

Looking youthful because of right proportion and combination of cell nucleus; and result of Ramadan Fasting human body do this job extraordinarily.

Thursday, May 14, 2015

ভুমিকম্পের কল্প কথা

ভুমিকম্প কি এবং কেন হয়?

ভুমিকম্প কি এবং কেন হয়?


আদি কাল থেকে ভুমিকম্প সম্পর্কে অনেক কল্প কাহিনী প্রচলিত আছে  দেশে দেশে বিভিন্ন সমাজে। তার মধ্য থেকে কয়েকটা উল্ল্যখ করা যেতে পারে মুটামুটি একটা ধারনা পাওয়ার জন্য।

চারটা মস্ত বড় হাতী এই পৃথিবীকে মাথায় নিয়ে আছে। আর এই হাতী চারটা দাড়িয়ে আছে একটা কচ্ছপের উপর। আর কচ্ছপটা আছে একটা গোখরা সাপের মাথায়। বুঝতেই পারছেন যে কেউ একটু নড়াচড়া দিলেই তখন পৃথিবীটা কেপে উঠে, আর এটাই ভুমিকম্প।

বিরাট একটা দৈত্ব্য এই পৃথিবীকে মাথায় নিয়ে আছে। পৃথিবীর সমস্ত গাছপালা হলো দৈত্বে্র চুল, আর মানুষ ও প্রাণীকূল হলো তার উকুন। এটা সাধারনত পুর্বদিকে মুখ করে আছে। কখনো ঘাড় ঘুরিয়ে পশ্চিম দিকে তাকিয়ে আবার পুর্ব দিকে হয়, তখন ঝাকুনি অনুভুত হয়, আর এটাই ভুমিকম্প।

সাত নাগিনী এই পৃথিবীর সুরক্ষার জন্য পালাক্রমে দ্বায়িত্ব পালন করছে। একজন থেকে আর একজন দ্বায়িত্ব বুঝে নেয়ার সময় কিছুটা ঝাঁকুনি অনুভুত হয়, আর এটাই ভুমিকম্প।

পৃথিবী মানুষের মতই একটা জীবন্ত প্রাণী। এরও মানুষের মতো অসুখ-বিসুখ হয়। তাই তো যখন পৃথিবীর জ্বর আসে আর এই জ্বরের কাপুনির ফলে ভুপৃষ্ঠ কেপে উঠে, আর এটাই ভুমিকম্প।

এযাবত যত মানুষ মরে মাটির নীচে চলে গেছে তারা কিছু দিন পরপর একত্রিত হয়ে নিজেদের মধ্যে হিসাব মিলানোর চেষ্টা করে যে এখনও কেউ মাটির উপরে আছে কিনা। তাই পৃথিবীকে নড়াচড়া দেয়। আর কম্পনের সময় যখন মানুষ বাচাও বাচাও বলে চিৎকার করে তখন মাটির নীচের মানুষেরা বুঝতে পারে এখনও সব মানুষ মরা শেষ হয়নাই। তাই তো ভুমিকম্পন বন্ধ হয়ে যায়।




গভীর সমুদ্র অনেক বড় একটা মাগুড় মাছ আছে যার পিঠে পুরা পৃথিবীটা বসানো। মাগুরটা যাতে নড়াচড়া না করে এর জন্য মস্ত বড় একটা পাথড় দিয়ে মাগুরটার মাথায় চাপা দেয়া আছে। মাঝে মধ্যে পাথড়টা একটু সরে যায়, আর তখনই পৃথিবীটা নড়ে উঠে, এটাই ভুমিকম্প।



পৃথিবীর মানুষ যখন অধিক পরিমান খারাব কাজে লিপ্ত হয়, তখন ঈশ্বর একজন রাগী দেবতা পাঠিয়ে দেয়। সে পৃথিবীর চার পাশের বায়ুমন্ডলে আঘা করে। ফলে পৃথিবীতে কম্পনের সৃষ্টি হয়, এটই ভৃমিকম্প।



দেবতা লুকি তার ভাই বালদুর কে হত্যা করার শাস্তি স্বরূপ তাকে বদ্ধ কুঠরিতে মস্ত বড় পাথড়ের সাথে বেধে রাখা হয়েছে। আর তার মুখের উপর ফোটা ফোটা সাপের বিষ পড়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু লুকি’র বোন একটা পা্ত্র ধরে রেখেছে যাতে ভই’র মুখে সাপের বিষ না পড়ে। কিন্তু পাত্রটি ভরে গেলে সেটা পরিবর্তনের সময় দু-এক ফোটা বিষ মুখের উপর পড়ে যায়, আর এতে লুকি কুড়ামুড়া করায় পৃথিবী কেপে উঠে, আর এটাই ভুমিকম্প।


পৃথিবীটা একটা গর্ভবতী মা। আর তার গর্ভে রয়েছে দেবতা রো। ছোট দেবতা যখন পেটের ভীতরে নড়াচড়া করে তখন ভুমিকম্প হয়।

একটা বড় ভৌতিক মাছ পিঠে মস্ত বড় একটা পাথড় নিয়ে চলছে। একটা গাভী পাথড়টার উপর দাড়ানো। আর এই পৃথিবীটা গাভীর একটা শিং এর উপর বসানো। এক শিং এর উপর পৃথিবী অনেক দিন থাকতে থাকতে গাভীর ঘাড় ব্যাথা হয়ে যায়, তাই তো পৃথিবীকে এক শিং থেকে অন্য শিং এ নেয়ার সময় কম্পন হয়, আর এটাই ভুমিকম্প।

চারকোনা পৃথিবীর চার কোনায় চারজন দেবতা ধরে আছে। অনেক দিন পর পর যখন তারা দেখে যে পৃথিবীর লোক সংখ্যা অনেক বেড়ে গেছে, তখন চারজন চার কোনা ধরে একটু ঝাকি দিয়ে অতিরিক্ত মানুষ ঝেড়ে ফেলে দেয়।

একজন দেবতা এই পৃথিবীটা বগলতলে নিয়ে স্বর্গে হাটাহাটি করছেন। যেদিন তার মন খারাপ থাকে সেদিন কিছুটা রাগান্বিত ভাবে বগল পরিবর্তন করায় পৃথিবী নড়ে উঠে, আর এটাই ভৃমিকম্প।


এরিষ্টোল ও উইলিয়াম শেক্সপিয়রের মতে পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড বায়ু প্রবাহের ফলে ভুপৃষ্ঠে কম্পন হয়

পৃথিবীটা বিশ্বাস, আশা ও ভালবাসা’র খুটির উপরে স্থাপিত। যেকোন একটি খুটি দুর্বল হয়ে গেলে পৃথিবী কেপে উটে, আর এটাই ভুমিকম্প।

বর্তমান বিজ্ঞান ভুমিকম্পের যে সুত্র আমাদের দিচ্ছে তা আর উল্ল্যখ করার প্রয়োজন মনে করছি না। কারন আমরা কম-বেশি সবাই জানি। উপরের কল্প-কাহিনীর সাথে তুলনা করলে কিন্ত অনেকটাই মিল পাওয়া যায়।

গত কয়েক সপ্তাহে পরপর বেশ কয়েকটি ভুমিকম্প ও তার ফলাফল আমরা প্রত্যক্ষ করেছি। ধন্যবাদ সেই পরাক্রমশালী যার হাতে এই ভুমিকম্পের দ্বায়িত্ব যে পরপর একাধিক ভুমিকম্প দিয়েছেন, সবগুলি মিলিয়ে একত্রে না দিয়ে।

You may like the following pages