WAZIPOINT Engineering Science & Technology: Religion
Showing posts with label Religion. Show all posts
Showing posts with label Religion. Show all posts

Friday, May 12, 2023

Religious Books for Free Download

Religious books that you may get free of cost

Relagious Books for Free Download, religious books christianity, religious books of india, which holy book is true, how many holy books are there, religious books to read, religion, is the bible the oldest religious book, holy books of hinduism


Get here the list of great religious book list below:



Religious books

There are many religious books that exist, each with its own unique teachings and traditions. Some of the most well-known religious books include:

The Bible - the holy book of Christianity, consisting of the Old and New Testaments.

The Quran - the holy book of Islam, contains the teachings of the prophet Muhammad.

The Torah - the holy book of Judaism, containing the first five books of the Hebrew Bible.

The Bhagavad Gita - is a Hindu scripture that teaches the concept of dharma and the path to spiritual enlightenment.

The Tao Te Ching - a Chinese text that teaches the principles of Taoism and the concept of the Tao.

The Tripitaka - is a Buddhist text that contains the teachings of the Buddha and his followers.

These are just a few examples, as there are many other religious books that exist across the world.


How do Get The Religious Books Free of Cost?

There are many religious books that are available for free, either in digital or physical format. Here are a few examples:

The Bible - many different organizations offer free copies of the Bible, including the Gideons International and the American Bible Society. Additionally, there are many websites where you can read the Bible for free, such as BibleGateway.com and YouVersion.com.

The Quran - there are many websites where you can read the Quran for free, such as Quran.com and ClearQuran.com. Additionally, some mosques may offer free copies of the Quran to visitors.

The Book of Mormon - the Church of Jesus Christ of Latter-day Saints offers free copies of the Book of Mormon to anyone who requests one.

The Tao Te Ching - there are many websites where you can read the Tao Te Ching for free, such as Taoism.net and Sacred-Texts.com.

The Vedas - there are many websites where you can read the Vedas for free, such as Sacred-Texts.com and Hinduwebsite.com.

It's important to note that some religious organizations may offer free copies of their holy books in an effort to spread their message, so it's always a good idea to research the organization before accepting any free materials.


Thursday, December 26, 2019

চন্দ্র গ্রহণ ও সূর্য্য গ্রহণের কল্প কথা

 

দেশ-বিদেশর কল্প-কথায় চন্দ্র গ্রহণ ও সূর্য্য গ্রহণ

Eclips

বর্তমান বিজ্ঞানের যুগে আর কোন কল্প কথার স্থান নাই। প্রমান ছাড়া এখন আর কোন কিছুই যেন বিশ্বাস করা বা করানো সম্ভব না। কখনও এমনও ঘটছে যে বাবা-মা ও সন্তানের সম্পর্ক প্রমানের জন্যও বৈজ্ঞানীক প্রমানের প্রয়োজন হয়ে পড়ছে। মানুষ চাদের পিঠে গিয়ে দেখে আসছে, সূর্য্য সম্পর্কে জানছে অনেক অজানা তথ্য।

কিন্ত তার পরেও মাঝে মধ্যে জানতে ঈচ্ছা করে কল্প কথা, কল্প কাহিনী। আর তাই আজকের আয়োজন চন্দ্র গ্রহণ ও সূর্য্য গ্রহণের দেশ বিদেশের কল্প কথা। তবে এ লেখা কাউকে হেয় বা ছোট করার জন্য নয়; নয় কারও বিশ্বাসে আঘাত করার জন্য। শুধুই জানার জন্য। তাই সকলের প্রতি অনুরোধ কাউকে আক্রমন করে মন্তব্য করবেন না।
01. চন্দ্র গ্রহণ বা সূর্য্য গ্রহণ আসলে সূর্য্য ও চাদের মধ্যে যুগ যুগ ধরে চলে আসা বিরোধের জন্য ঝগড়ার ফল। গ্রহণের সময় মানুষেরা যখন ঘর থেকে বের হয়ে আসে দেখার জন্য, তখন চাদ ও সুর্য্য মনে করে পৃথিবীর মানুষরা তাদের ঝগড়া থামাতে আনুরোধ করছেন, তাই তো ঝগড়া থেমে যায়। আফ্রিকা মহাদেশের টগো ও বেনিন দেশের মানুষের মধ্যে এমন কল্প কথাই প্রচলিত। 
02. চন্দ্র গ্রহণ আসলে কিছুই না, একটা চিতা-বাঘ চাদকে আক্রমন করে খেয়ে ফেলার জন্য। প্রমান হলো পূর্ন গ্রহণের সময় চাদের চার দিকে লাল রক্তের আবা দেখা যায়, তাছাড়া গ্রহণের সময় চাদ ভয়ে কাপতে থাকে। মানুষের ধারনা, চাদকে খাওয়ার পরে পৃথিবীকে আক্রমণ করবে এবং সমস্ত মানুষ খেয়ে ফেলবে। আর এ থেকে বাচার জন্য হাউ-কাউ করে অনেক শব্দ করে থাকে এবং তাদের পোষা কুকুর পিটিয়ে কুকুরের শব্দ করে থাকে যাতে চিতা কুকুরের শব্দ শুনতে পায়। কারণ চিতা কুকুরকে বেশ ভয় পায়। 
03. কোন কোন এলাকার মানুষদের কল্প বিশ্বাস, চাদের ২০ জন বউ আছে। আরও আছে অনেক পোষা প্রাণী যার মধ্যে হিস্র পাহড়ী সিংহ ও সাপও রয়েছে। বেচারা চাদ একা যখন এতগুলো প্রাণী ও বউদের জন্য খাবার আনতে ব্যর্থ হয়, তখন পোষা প্রণীগুলো চাদকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলে। অবশেষে বউরা এসে চাদকে রক্ষা করে ও রক্ত দিয়ে সুস্থ করে তুলে। 
04. আমেরিকার কোন কোন উপজাতিদের কল্প বিশ্বাস, চাদ মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে। আর অসুস্থ চাদকে সুস্থ করার দ্বায়িত্ব এসব উপজাতি লোকদের। তাইতো চন্দ্র গ্রহণের সময় তারা গান গেয়ে ও প্রার্থণা করে চাদকে সুস্থ করে তুলে। 
06. কিছু কিছু হিন্দুদের বিশ্বাস, গ্রহণের সময় গোসল করতে পারলে রোগ-ব্যাধি, আপদ-বিপদ দুর হয়ে যায়। তাইতো গ্রহণের সময় গঙ্গায় গোসলের ভীর পরে যায়। আবার চায়নার কোন কোন সম্প্রদায় এটাকে ব্যবসা ও সংসারের মঙ্গলের প্রতীক হিসাবে মনে করেন।

07. আফ্রিকার দেশ নাইজেরিয়াতে লোকদের বিশ্বাস পৃথিবীতে বিভিন্ন জাতির পাপের কারণে ঈশ্বর রাগান্নিত হওয়ার বহি:প্রকাশ হলো চন্দ্র ও সূর্য্য গ্রহণ। (এই বিশ্বাসের কারণে ২০০১ সালে কিছু বিজ্ঞান মনা লোক কল্পবিশ্বাসীদের উপর আক্রমণ করেন, ফলে ২০০৬ সালের গ্রহণের পুর্বেই সরকার গ্রহণের বৈজ্ঞানীক কারণ ব্যাখ্যা করে জনসংযোগ করেন)।
08. ভারতের কোন কোন সম্প্রদায় মনে করেন চন্দ্র ও সূর্য্য গ্রহণের সময় সামনের সমস্ত খাবার ছুড়ে ফেলতে হবে, কারণ তা আর নিরাপদ থাকে না। 
09. প্রাচীন কল্প বিশ্বাস হলো, চন্দ্র-সূর্য্য যে কোন গ্রহণ আসলে দুইটা বৃহত নওজোয়ানের মধ্যে পরমাত্না পাওয়ার লড়াই। আর এ সময়ই গ্রহণ হয়ে থাকে। যে এ লড়াইতে আন্যকে মেরে জিতে যাবে সেই পরমাত্না লাভ করবে। 
10. মধ্য যুগ পর্যন্ত ইউরোপিয়ানদের বিশ্বাস ছিল চন্দ্র বা সূর্য্য গ্রহণের সময় মিলনে যে শিশু জন্ম গ্রহণ করে তা কুৎসিত ও যাদুকরী শক্তিসম্পন্ন হয়ে থাকে। তাই তারা এ সময়কে এরিয়ে চলতো। 
11. বর্তমান যুগের কল্প-কথায় অনেকে বিশ্বাস করেন যে, চন্দ্র গ্রহণ বা সূর্য্য গ্রহণের সময় কোন গর্ভবতী মহিলা যদি তার পেট স্পর্শ করেন তাহলে গর্ভের সন্তান জন্মদাগ নিয়ে জন্মাবে। আর এ দাগের আকার নির্ভর করে কত জুড়ে স্পর্শ করা হয়ে ছিল তার উপর। 
12. এসকুমো’রা কল্প বিশ্বাসের ভরে, চন্দ্র গ্রহণ বা সূর্য্য গ্রহণের সময় তাদের ব্যবহৃত যন্ত্রপাতি উল্টিয়ে রাখেন। তাদের ধারণা মহিলারা চন্দ্র গ্রহণ বা সূর্য গ্রহণের সময় তাদের ব্যবহৃত যন্ত্রপাতি উল্টিয়ে রাখতে ভুলে যাওয়ার কারনেই তাদের রোগ-ব্যাধি হয়ে থাকে। তাইতো গ্রহণের সময় মহিলারা তাদের চামুচ, কাটা-চামুচ, ছুরি উল্টিয়ে রাখেন। কারণ তাদের বিশ্বাস অসুস্থ চন্দ্র-সূর্য্য রশ্মির মাধ্যমে রোগ-জীবাণু ছড়িয়ে থাকে। 
13. অনেকের বিশ্বাস ভিজা চুলে ঘুমালে চন্দ্র গ্রহণের প্রভাব হয়। 
14. চাইনিজ কল্প কথা অনুসারে, কোন এক প্রেতাত্না বিশিষ্ট ড্রাগন সূর্য্য বা চন্দ্রকে গিলে ফেলে যা পৃথিবীর মানুষ গ্রহণ হিসেবে দেখেন। তাইতো আদিম চাইনিজ’রা চন্দ্র বা সূর্য্য গ্রহণের সময় ড্রাগনকে তাড়ানোর জন্য পৃথিবী থেকে বাদ্য-যন্ত্র, হড়ি-পাতিল, লোটা-বদনা বাঝিয়ে প্রচন্ড শব্দ করে থাকত। আধুনিক চাইনিজ’রা উনবিনশ শতাব্দীর প্রথম দিকে সমুদ্র থেকে নৌ সেনারা কামানের গোলা ছুড়ে মারত ড্রাগন তারাতে। 
15. ভারতের কোন কোন সম্প্রদায় চন্দ্র গ্রহণ ও সূর্য্য গ্রহণের আগে ও পরে গোসল করে নিজেকে পবিত্র করে নেয়। এতে সমনস্ত প্রেতাত্নার আছর থেকে নিজেকে মুক্ত করা হয়। আর । ভবিষ্যতে যাতে এমন অসুভ দৃশ্য না দেখতে হয় তার জন্য পেসাব দিয়ে চোখ ধোয়ে পবিত্র করা হয়। 
16. তিব্বতীয়’দের কল্প কথায় আছে, চন্দ্র গ্রহণ বা সূর্য্য গ্রহণের সময় ভাল বা মন্দ যেকোন কাজই করা হোক না কেন, তার ফলাফল হাজার গুণ বর্ধিত হয়ে যায়। 
17. রেড ইন্ডিয়ানদের ওঝিবাউয়াস সম্প্রদায় বিশ্বাস করেন যে, চন্দ্র-সূর্য্য জ্বলতে জ্বলতে এর আগুন নিভে যায়। ফলে চন্দ্র গ্রহণ ও সূর্য্য গ্রহণ হয়ে থাকে। তাই পুন:রায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য তারা তীরের মাথায় আগুন ধরিয়ে চন্দ্র বা সূর্য্যের দিকে ছুড়ে মারে। ফলে চন্দ্র বা সূর্য্য আবার তার আসল উজ্জলতা শক্তি ফিরে পায়। 
18. নীলগিরি’র কোন সম্প্রদায় বিশ্বাস করেন যে, চাদের পিঠে একটা খরখোশ আছে। যখন চন্দ্র দস্যু খরখোশকে গিলে ফেলে তখন চন্দ্র গ্রহণ হয়। দস্যুর হাত থেকে খরখোশকে রক্ষার জন্য তারা পৃথিবীতে চেচামেচি ও শব্দ করে থাকে, এমন কী চন্দ্র গ্রহণকালীন সময় তারা কোন কিছু না খেয়ে রোজা পালন করে থাকে। 
19. মান্ডা সম্প্রদায়ের কল্প বিশ্বাস, চন্দ্র ও সূর্য্য ধানকো দেবতার কাছ থেকে টাকা ধার করে, কিন্ত যথাসময়ে দেনা শোধ করতে না পারায় ধানকো তাদের জেলখানায় আটকিয়ে রাখে। তাইতো চন্দ্র ও সূর্য্য গ্রহণের সময় তাদের দেখা যায় না। তাই তারা তাদের যন্ত্রপাতি, ধান, যোদ্ধাস্ত্র একত্র করে বিচারালয়ের সামনে হাজির করেন যাতে চন্দ্র-সূর্য্য তা গ্রহণ করে ও তা দিয়ে দেনা শোধ করেন। 
20. মিশরের ফেরাউন বাদশা মনে করতেন সূর্য্য সবসময় চলন্ত, তাই সুর্য্য দেবতার গ্রহণের সময় বাদশা প্রধান টেম্পলের সামনে সূর্য্যের প্রতিনিধী হিসেবে হাটা-হাটি করতে থাকতেন। 
21. জাপানি কল্প কথা অনুসারে, সূর্য্য গ্রহণের সময় সূর্য্যের আলো কমে যায়। আর তারা সে ঘাটতি পূরণের জন্য একধরনের চকচকে পাথড়ের তৈরী গলার মালা ক্লাউরিয়া গাছের ডালে ঝুলিয়ে রাখতেন যাতে আলো ছড়িয়ে সূর্য্যের ঘাটতি আলো পূরণ করতে পারে। 
22. কোরিয়ান কল্প কথা হলো কালপনিক কুকুর সূর্য্যকে চুরি করে নিয়ে যায়। ফলে সূর্য্য গ্রহণ হয়।

চন্দ্র গ্রহণ ও সুর্য্য গ্রহণের সার কথা:

ইসলাম ধর্মের হাদিস গ্রন্থ অনুসারে ইসলামের নবী মুহাম্মদ ( সাঃ) এর শিশু সন্তান যে দিন মারা যান সেদিন সূর্য্য গ্রহণ হয়েছিল। লোকজন বলাবলি করতে লাগলেন আল্লাহ্ তার সম্মানে এমন ঘটনা ঘটিয়েছন। তখন তিনি ব্যাখ্যা করে বল্লেন চন্দ্র গ্রহণ বা সূর্য্য গ্রহণ কাহারো জন্ম-মৃত্যুর সাথে সম্পর্কিত নয়। বরং এটা আল্লহর নিদর্শনাবলির মধ্যে একটি। তিনি তাহার অনুসারিদের নিয়ে সূর্য্য গ্রহণ চলাকালিন সময় মসজিদে নামাজ আদায় করলেন।
আরও জানতে পড়ুন-
Technorati Tags: ,,

Friday, April 19, 2019

মাটিতে বসে অাহারঃ ধর্ম, বিজ্ঞান ও আধুনিকতা

মাটিতে বসে খেলে শরীরের এত উপকার! আগে জানতেন কি?
মাটিতে বসে খেলে- মাটিতে বসে খেলে পাছে সম্মান যায় তাই ডাইনিং টেবিলে বসে যারা লাঞ্চ-ডিনার সেরে থাকেন, তারা বরং ভালোর চেয়ে নিজেদের ক্ষতিই করছেন বেশি। কারণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে টেবিল-চেয়ারে বসে খাবার খেলে পেট ভরে ঠিকই, কিন্তু শরীরের কোনও মঙ্গল হয় না।

বরং নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় বেড়ে। অন্যদিকে মাটিতে বাবু হয়ে বসে খেলে একাধিক উপকার পাওয়া যায়। সেই সঙ্গে শরীরও রোগ মুক্ত হয়। বোল্ডস্কাই এর প্রতিবেদন অনুযায়ী নিচে মাটি বসে খাওয়ার উপকারিতা তুলে ধরা হলো।

হার্টে কর্মক্ষমতা বৃদ্ধি পায়: হাঁটু মুড়ে বসে থাকাকালীন শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ বেড়ে যায়। ফলে হার্টে কর্মক্ষমতা বাড়তে শুরু করে। সেই সঙ্গে হ্রাস পায় কোনও ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও।

সারা শরীরে রক্ত চলাচলের উন্নতি ঘটে: আমাদের শরীরকে সুস্থ রাখতে প্রতিটি অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যাওয়াটা জরুরি। যত এমনটা হবে, তত রোগের প্রকোপ কমবে। সেই সঙ্গে সার্বিকভাবে শরীরও চাঙ্গা হয়ে উঠবে। আর যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে বাবু হয়ে বসে থাকাকালীন সারা শরীরে বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ রক্তের চলাচল বেড়ে যায়।

স্ট্রেসের মাত্রা কমে: শুনতে আজব লাগলেও একাধিক স্টাডিতে দেখা গেছে ঘণ্টার পর ঘণ্টা মাটিতে বসে থাকলে শরীর এবং মস্তিষ্কের অন্দরে বেশ কিছু পরিবর্তন হতে শুরু করে, যার প্রভাবে স্ট্রেস হরমোনের ক্ষরণ কমে যায়। ফলে মানসিক অবসাদ তো কমেই, সেই সঙ্গে স্ট্রেসর মাত্রাও কমতে শুরু করে।

মাটিতে বসে খেলে একাধিক আসন করা হয়: মাটিতে বসে খাওয়ার সময় আমরা নিজেদের অজান্তেই একাধিক আসন, যেমন- সুখাসন, সোয়াস্তিকাসন অথবা সিদ্ধাসন করে ফেলি। ফলে মাটিতে বসে খাওয়ার সময় পেট তো ভরেই সেই সঙ্গে শরীর ও মস্তিষ্ক, উভয়ই ভিতর থেকে চাঙ্গা হয়ে ওঠে।

শরীর শক্তপোক্ত হয়: মাটিতে বসে খাওয়ার অভ্যাস করলে থাই, গোড়ালি এবং হাঁটুর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে শিরদাঁড়া, পেশি, কাঁধ এবং বুকের ফ্লেক্সিবিলিটিও বাড়ে। ফলে সার্বিকভাবে শরীরে সচলতা যেমন বৃদ্ধি পায়, তেমনি নানাবিধ রোগও দূরে থাকে।

হজম ক্ষমতার উন্নতি হয়: বাবু হয়ে বসে খেলে হজম ক্ষমতার উন্নতি হয়। তাই যাদের বদ হজমের সমস্যা রয়েছে বা যারা প্রায়শই গ্যাসের সমস্যায় ভোগেন তাদের ভুলেও টেবিল চেয়ারে বসে খাওয়া উচিত নয়। পরিবর্তে মাটিতে বসে পাত পেরে খাওয়া উচিত।

আসলে বাবু হয়ে বসে খাওয়ার সময় আমরা কখনও আগে ঝুঁকে পরি, তো কখনও সোজা হয়ে বসি। এমনটা বারে বারে করাতে হজম সহায়ক ডায়জেস্টিভ জুস'র ক্ষরণ বেড়ে যায়।

ফলে হজম প্রক্রিয়া খুব সুন্দরভাবে হতে থাকে। এখানেই শেষ নয়, মাটিতে বসে থাকার সময় আমাদের শিরদাঁড়ার নিচের অংশে চাপ পরে ফলে স্ট্রেস লেভেল কমে গিয়ে সারা শরীর চাঙ্গা হয়ে ওঠে।

আয়ু বৃদ্ধি পায়: মাটিতে বসে খেলে শরীরের সচলতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে শরীরের অন্দরে কোনও ধরনের ক্ষয়-ক্ষতি হওয়ার আশঙ্কাও হ্রাস পায়।

প্রসঙ্গত, ২০১২ সালে ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণা পত্রে বলা হয়েছিল যারা কোনও সাপোর্ট ছাড়া মাটিতে বসে থাকতে থাকতে সোজা হয়ে দাঁড়িয়ে পরতে পারেন, তাদের শরীরে ফ্লেক্সিবিলিটি বেড়ে যাওয়ার পাশাপাশি একাধিক অঙ্গের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটে, ফলে স্বাভাবিক ভাবেই আয়ু বৃদ্ধি পায়।

আর যারা এমনটা করতে পারেন না, তাদের আয়ু অনেকাংশেই হ্রাস পায়। প্রসঙ্গত, এই গবেষণাটি ৫১-৮০ বছর বয়সীদের মধ্যে করা হয়েছিল।

ব্যথা কমে: বেশ কিছু স্টাডিতে দেখা গেছে মাটিতে বসে খাওয়ার সময় আমরা মূলত পদ্মাসনে বসে থাকি। এইভাবে বসার কারণে পিঠের, পেলভিসের এবং তল পেটের পেশীর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে সারা শরীরের কর্মক্ষমতা এত মাত্রায় বৃদ্ধি পায় যে সব ধরনের যন্ত্রণা কমে যেতে সময় লাগে না।

ওজন কমে: মাটিতে বসে খাওয়ার সময় আমাদের ভেগাস নার্ভের কর্মক্ষমতা বেড়ে যায়। ফলে পেট ভরে গেলে খুব সহজেই ব্রেনের কাছে সে খবর পৌঁছে যায়। ফলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা চলে যায়। এমনটা যত হতে থাকে তত ওজন বৃদ্ধির আশঙ্কাও কমে।

প্রসঙ্গত, আমাদের পেট ভরেছে কিনা সেই খবর ব্রেনের কাছে পৌঁছালেই আমাদের খাওয়ার ইচ্ছা চলে যায়। আর এই খবর মস্তিষ্ককে পাঠায় ভেগাস নার্ভ।

Sunday, March 3, 2019

Benefits of Fasting (Ramadan)

What is Fasting in Ramadan and what we get it from?
Fig- Nice Orchid

What is Fasting in Ramadan and what we get it from?

Ramadan is a very committed and pious month of Islamic calendar for Muslims (believers of Islamic monotheism of God).  Muslims do not offer fasting for medical or their physical benefits but because it has been preordained to them in the Quran (revelation of God) from the most gracious most merciful Allah. But in modern medical science found in their research that fasting is not harmful for human body, moreover as a result of fasting there are lots of physical and mental benefits for them. In short we can say fasting helps to rinse out our body from toxic accumulation and other impurities thereby give rejuvenating, refreshing and invigorating outlook to our personality.

Diet Plan Fasting and Ramadan Fasting:

Generally some time physician prescribes fasting as medicine for medical reasons for weight management and lowering lipids; but fasting has adverse effects as well as so-called crash diets. Voluntarily Ramadan fasting is different from diet plan fasting, there is no any malnutrition or inadequate calorie or water intake in time period after sunrise to before sunset. During fasting time they also avoid sexual activities and unnecessary talking to others.

Research on Ramadan Fasting:

In 1994 the first International Congress on "Health and Ramadan," held in Casablanca where 50 research papers are submitted from all over the world.  Muslim and non-Muslim researchers who have done widespread studies on the medical ethics of fasting are participated on that conference. Whereas many vital medical conditions was noted; but no way did fasting worsen any patients’ health or baseline medical condition. Exception is that patients who are suffering from severe diseases, whether diabetes or coronary artery disease, etc., are only excuse from fasting.

Sponsored:

How Ramadan fasting is good for us:

  •  Purification of body from toxins
  • Excellent remedy for cellular constipation removes dead, dying and diseased cells from body.
  • Reducing of weight, looking younger, living of life with happiness
  • Rejuvenation of body energizes us and increases the energy level of our body and enhances mental intelligence             .
  • Ramadan and slah (Namaz) is one of the best forms of exercises which makes our skin silky & glow, soft and sensitive.
  • Easiest and most effective way to take control of our body influences the psychological and emotional levels.
  • Gives the digestive system rest, saves energy and helps in self-healing & repairing.
  • Fasting is the Best Healer.


Sunday, May 24, 2015

Ramadan Fasting and Regain Youthfulness


Photo from wave: Formula for ever green


Ramadan Muslim and Benefit:

Muslims never offer fasting for medical or any physical benefit. They practice blindly Ramadan Fasting for one month every lunar calendar because it oriented in the book of God, the holy Quraan. But yet, it came out a lot of health benefit from scholars researches on fasting as a result of Ramadan Fasting. Rejuvenescence is one of them from a long list. It is genuinely wonderful and even miraculous outcome of Ramadan Fasting which naturally come on our life. The scientific characteristic ‘rejuvenescence’ means ‘regain life’ or ‘regain youthfulness’.

Regain life for human is not possible; but we human always seeking to keep exist our youth or regain youthfulness. We all living things including human are always losing our youthfulness and every moment all over the world we are paying a lots of money and time behind the youthfulness to keep it exist forever in our personality.

If we look at the nature we found some creature observe fasting in their life to achieve rejuvenescence or regain life or youth: e.g- some moth used to go fasting for a certain time before it changes as a young butterfly; snakes used to go periodically fasting before change it skin and regain of youth; some kind of fishes, frog, tortoise, many desert or harsh spot creature used to fasting as a going long time sleep to regain life. Rejuvenescence by fasting is used in some creature’s life cycle in a period of time for change lower form of life to higher or adult form; on the other hand some are repeat this process to save their life from crises of food or very harsh climate.

Sponsored link:

Human cannot get same benefit from fasting like other creature; but many scientists found the same process happing in human tissues. At the University of Chicago, Carlson and Kunde found their research after fasting for two weeks a 40 year old man his cellular physiology was changed as a 17 year old. These benefits are gained by elimination the cells of toxic metabolic accumulates.

Looking youthful because of right proportion and combination of cell nucleus; and result of Ramadan Fasting human body do this job extraordinarily.

Monday, July 7, 2014

রোজার প্রাপ্তি

রোজাদারদের কাছে এর অর্থ ও মূল্য সম্পূর্ন ভিন্ন

রোজা প্রাচিনতম ইবাদতের একটি। শেষ নবীর উম্মতদের পূর্বেও অন্যান্য নবীদের উম্মতদের জন্য রোজা ফরজ ছিল। বছর ঘুরে বার বার রোজা আসে, রোজা চলে যায়। আমাদের জন্য আসলে রোজা কি নিয়ে আসে, আমরাই বা কি পাই রোজা থেকে। আসলে চাওয়া-পাওয়ার হিসেব করতে যাওয়া সত্যিই বেশ জটিল বিষয়। আমাদের সকলের চাওয়া আবার এক রকম না, সকলের একই রকম পাওয়ায় সন্তুষ্টও হওয়া সম্ভব না। সমাজ বদলেছে, আমাদের চাওয়া পাওয়ারও পরিবর্তন হয়েছে। স্থান কাল পাত্র ভেধে আমরা একেকজন একেক দৃষ্টি কোন থেকে রোজার দেওয়া উপহার পেয়ে সন্তুষ্ট হই বা নিজেকে আনন্দিত করি।

রোজা শুরু হয়েছে। রোজাকে সামনে রেখে আমাদের অনেক কিছু অর্জনের টার্গেট রয়েছ। কারণ সে তো আবার এক বছর পরে আসবে। অবশ্য অনেকেই রোজা শুরুর বেশ আগে থেকেই প্রস্তুতি নিতে থাকেনরোজার প্রাপ্তি ষোল আনা পাওয়ার আশায় অনেক ব্যাবসায়িরা আগে থেকেই রোজার মাসে অধিক ব্যবহৃত পন্যের মজুদ করে কৃত্রিম ভাবে দাম বাড়ানোর ব্যবস্থা করে থাকেন। পন্যের দাম বাড়ানোর জন্য বিভিন্ন সিন্ডিকেট করে থাকেন। কোন কোন সিন্ডিকেট আবার রোজার পবিত্রা রক্ষার্তে রোজার মাসে পন্যের দাম যাতে না বাড়ানো লাগে সেই জন্য রোজার দু-এক মাস আগে থেকেই বাড়িয়ে রাখেন।

 সরকারী অফিসের জুন মাসের আগে খরচ না করতে পারায় বাজেট ফিরে যাওয়ার ভয়ে মে মাসে যেভাবে কেনা-কাটা করেন, তেমনি রোজার মাসের কেনা-কাটা দেখলে মনে হয় যেন অধিকাংশ রোজাদারগণেরই জীবনের বাজেট রোজার পরেই ফিরিয়ে নেয়া হবে। তাই তো যা পারো রোজা শেষ হওয়ার আগে শেষ খাওয়া খেয়ে নাও! কেউ আবার হাদিসের ব্যাখ্যা খুজে পান- ‘রোজার মাসে যত ঈচ্ছা খাও, এমাসে খাওয়ার কোন হিসাব আল্লাহ্‌কে দিতে হবে না’।

অধিকংশ অফিসে কর্মচারিদের জন্য রোজার মাস মহা প্রাপ্তির মাস। সারা বছরের বকেয়া যত বিল এমাসে ছেড়ে দিতে হবে। রোজা শেষ হওয়ার আগেই পার্সেন্টের হিসাব ঠিক মতো করতে হবে, কারণ রোজার মাসেই যাকাতের কাপড় কিনতে হবে, সারাবছরের দান খয়রাত এমাসেই করতে হবে। এ মাসে দানে দশগুণ বেশি ছওয়াব পাওয়া যায়! তাই তো আমাদের কাছে রোজার অর্থ ও প্রাপ্ত ভিন্ন ভিন্ন।



কিন্ত প্রকৃত রোজাদারদের কাছে এর অর্থ ও মূল্য সম্পূর্ন ভিন্ন। রোজাকে তারা আত্নসংযমের বছরে একবার প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করে- ত্যাগ স্বীকার, আত্নশুদ্ধি ও চরিত্র উন্নয়নের  প্রক্রিয়া হিসাবে রোজা ঈমানদারদের জন্য এক বড় প্রাপ্তি।

You may like the following pages